দিনব্যাপী আয়োজনে প্রজাপতি মেলা
Comments are closed‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে প্রজাপতি মেলা-২০১৫। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ প্রতিবারের ন্যায় এবারও এই আয়োজন করতে যাচ্ছে। দিনব্যাপী আয়োজনের মেলায় থাকছে, প্রজাপতি বিষয়ক পুরস্কার প্রদান, পার্ক ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন, শিশু-কিশোরদের নিয়ে ছবি আঁকা, আলোকচিত্র প্রদর্শনীও প্রতিযোগিতা, ঘুড়ি উড্ডয়ন, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।