দিনভর বৃষ্টি, দুর্ভোগে নগরবাসী
Comments are closedমৌসুমী লঘুচাপের কারণে আজও সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এতে শান্তিনগর, মালিবাগ, মৌচাক মোড় থেকে মালিবাগ রেল ক্রসিং পর্যন্ত হাটু পানি জমে গেছে। দুর্ভোগে পড়েছেন ওইসব এলাকার বাসিন্দাসহ পরিবহন চালকরা। ঈদের কেনাকাটাও প্রভাব ফেলেছে বৃষ্টি। ছুটির দিন হলেও বিভিন্ন মার্কেটে ক্রেতার সমাগম ছিল কম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,আগামী দু’য়েক দিন দেশের অধিকাংশ স্থানে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।