দুই পুঁজিবাজারের সূচক নিম্নমুখী
Comments are closedদেশের দুই শেয়ার বাজারের সূচক টানা তৃতীয় দিনের মত নিম্নমুখী রয়েছে। দিন শেষে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই’র প্রধান সূচক ডিএসই-এক্স ২৮ দশমিক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৮১৫ পয়েন্টে। সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমানও। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৬০ টাকার কিছুটা বেশি। হাতবদল হওয়া ৩২০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮১টি’র, কমেছে ১৮৫ টি’র, আর অপরিবর্তিত ছিল ৪৫টি কোম্পানির শেয়ারের দর। ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ফার কেমিক্যাল ও লাফার্জ সুরমা সিমেন্ট। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসই সার্বিক সূচক কমেছে প্রায় ৫২ পয়েন্ট। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৩ কোটি টাকার কিছুটা বেশি।