দুদকের দায়ের করা দুই মামলার শুনানিতে অনুপস্থিত খালেদা
Comments are closedদুদকের দায়ের করা দুর্নীতির দুই মামলার শুনানিতে হাজিরা দিতে আজ আদালতে যাবেন না বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার আইনজীবী। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পাঁচজন সাক্ষীকে আসামিপক্ষের জেরা এবং পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে আজ। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দু’টির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতে। উচ্চ আদালতে লিভ টু আপিল থাকায় আসামিপক্ষের আবেদনে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার জেরা ও সাক্ষ্যগ্রহণ মুলতবি রেখেছেন আদালত।