দুদক কমিশনারদের জবাবদিহিতা নিয়ে হাইকোটের্র রায় বহাল
Comments are closedদুদক কমিশনারদের জবাবদিহিতা সংক্রান্ত আইনের ১২ ধারা বাতিলের হাইকোর্টের দেয়া রায়ের স্থগিতের আবেদনে কোন সাড়া না দিয়ে হাইকোটের্র রায় বহাল রেখেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপ্রতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে ‘নো ওডার’ দিয়ে হাইকোর্ট এর দেয়া রায়কে বহাল রাখে। তাবে দুদককে লিভ টু আপিলের সুযোগ দেয়া হয়েছে।