দুর্নীতির অভিযোগে ফিফার ১৬ কর্মকর্তা অভিযুক্ত
Comments are closedবিশ্ব ফুটবল সংস্থা ফিফায় দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জন কর্মকর্তাকে অভিযুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদের মধ্যে পাঁচজনই ফিফার বর্তমান ও সাবেক নির্বাহী কমিটির সদস্য। সুইজারল্যান্ডের জুরিখের একটি হোটেল থেকে গতকাল দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করার পর এই ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন মার্কিন তদন্তকারীরা। তারা জানান, দুই দশকের বেশি সময় ধরে অভিযুক্তরা দুইশ মিলিয়ন ডলারের বেশি ঘুষ নিয়েছেন। এদিকে দুর্নীতির বিরুদ্ধে তদন্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে ফিফা।