দেশকে অস্থিতিশীল করতে ইউপি নির্বাচনকে ব্যবহার করতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী
Comments are closedদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ব্যবহার করতে চায় বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপি যখনই নির্বাচনে পরাজিত হয়, তখনই তারা আইন শৃঙ্খলা বাহিনীর ওপর অনাস্থা প্রকাশ করে। এদিকে, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করেছেন, ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থী না পেয়ে নির্বাচন কমিশনের ওপর দোষ চাপাচ্ছে বিএনপি। দলটির নেতাকর্মীরা তৃণমূলে সংগঠিত হতে ব্যর্থ বলেও মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।