দেশে বিনিয়োগের পরিবেশ নেই: এরশাদ
Comments are closedদেশে বিনিয়োগের পরিবেশ নেই বলে অভিযোগ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইম এম এরশাদ। জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহবান জানান তিনি। এদিকে, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করারও প্রস্তাব করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। বাজেটের ওপর আলোচনায় তিনি এই প্রস্তাব করেন।