ধারাভাষ্যকার টনি কোজিয়ার আর নেই
Comments are closedওয়েস্ট ইন্ডিজের ধারাভাষ্যকার টনি কোজিয়ার আর নেই। ৭৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন কিংবদন্তি এই ধারাভাষ্যকার। তার মৃত্যুতে শোক জানিয়ে এক টুইট বার্তায় আইসিসি জানিয়েছে, কোজিয়ার ছিলেন ক্রিকেটের অন্যতম সেরা কণ্ঠ। তাঁর মৃত্যু ক্রিকেট বিশ্বের জন্য একটা বড় একটি ক্ষতি।১৯৪০ সালে বারবাডোজের রাজধানী ব্রিজটাউনে জন্ম নেন কোজিয়ার। এরপর ১৯৫৮ সালে তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট নিয়ে লেখালেখি ও ধারাভাষ্য দেয়া শুরু করেন। বিবিসি, চ্যানেল নাইন ও স্কাই স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দিয়ে গোটা ক্রিকেট বিশ্বের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। মহান এই ধারাভাষ্যকারের মৃত্যুতে রেডিও ধ্বনির পক্ষ থেকে রইলো গভীর সমবেদনা ও বিনম্র শ্রদ্ধা।