নতুন কোচের নেতৃত্বে অনুশীলন করছে জাতীয় ফুটবল দল
Comments are closedআসন্ন সাফ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে নতুন কোচ মারুফুল হকের নেতৃত্বে অনুশীলন শুরু করেছে ২৮ সদস্যের বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে, ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজকে অপসারন করে গতকাল জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে মারুফুল হককে নিয়োগ দেয় বাফুফে। পাশাপাশি জুলফিকার মাহমুদ মিন্টু ও স্প্যানিশ গনজালো সানচেজ মারিয়াকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়। আগামী মাসে ভারতে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টকে কেন্দ্র করে এই তিন প্রশিক্ষকের সঙ্গে ২ মাসের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে বাফুফে।