নতুন টাকা পেতে ভিড় বাড়ছে ব্যাংকে
Comments are closedঈদের প্রসঙ্গ আসলেই চলে আসে সালামির বিষয়টি। তাই ঈদে নতুন কাপড়ের সঙ্গে চাই নতুন টাকাও। সেজন্য মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত কাউন্টারসহ শাখাগুলোতে ভিড় করছেন অনেকেই। কাউন্টারের লাইনে দীর্ঘ অপেক্ষার পর নতুন নোট পেয়ে সন্তুষ্ট তারা। তবে লাইনে দাঁড়াতে চান না যারা তারা নতুন নোট সংগ্রহ করছেন বাংলাদেশ ব্যাংকের গেটের বাইরে ও গুলিস্তান থেকে। এবার, ঈদ উপলক্ষ্যে ২২ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হয়েছে বলে জানান কেন্দ্রিয় ব্যাংকের সহকারী পরিচালক শুভঙ্কর শাহা ।