নতুন বেতনকাঠামো বিষয়ে সোমবার মন্ত্রিসভায় আলোচনা
Comments are closedসরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নতুন বেতনকাঠামো চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হতে পারে। সচিবালয়ে ইংরেজি মাধ্যমের স্কুলের শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একথা জানান। বেতন ও চাকরি কমিশন ১৬টি ধাপে বেতন দেওয়ার সুপারিশ করেছিল। কমিশনের সুপারিশ কিছুটা কাটছাট করে পর্যালোচনা কমিটি সর্বোচ্চ ধাপে ৭৫ হাজার টাকা ও সর্বনিম্ন ধাপে ৮ হাজার ২৫০ টাকা বেতনের সুপারিশ করে। তবে মন্ত্রিসভায় যখনই বাস্তবায়ন করা হোক না কেন, ১ জুলাই থেকেই তা কার্যকর হবে।