নম্বর ওয়ান আর্জেন্টিনা
Comments are closedকোপা আমেরিকার শিরোপা না পেলেও সুসংবাদ রয়েছে আর্জেন্টিনার সমর্থকদের জন্য। প্রায় ৮ বছর পর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল আকাশি-নীলরা। ফিফার এই র্যাঙ্কিংয়ে ৩ ধাপ নেমে বাংলাদেশের অবস্থান ১৬৯তম। বিশ্ব চ্যাম্পিয়ান জার্মানিকে হটিয়ে দিয়ে আর্জেন্টিনার পয়েন্ট এখন ১৪৭৩। দ্বিতীয় জার্মানির পয়েন্ট ১৪১১। আর ব্রাজিলের অবস্থান ষষ্ঠ স্থানে। তবে এবার কোপা আমেরিকা বিজয়ী চিলি আট ধাপ এগিয়ে উঠে এসেছে ১১ নম্বর দলে।