নাইকো দুর্নীতি মামলায় জামিন পেলেন খালেদা জিয়া
Comments are closedনাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। দুপুরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে খালেদা জিয়া জামিন আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম এ আবেদন মঞ্জুর করেন। এছাড়া, এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৮ ডিসেম্বর। ২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন-দুদক।