নাটোরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী
Comments are closedভোটগ্রহণ শুরু হওয়ার ১ ঘন্টা আগেই, নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী হযরত আলী। এর আগে সরে দাঁড়ান দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। ফলে, ইউনিয়নটিতে এখন একমাত্র প্রার্থী সরকার দলীয় নিলুফা ইয়াসমিন। সকাল সাতটার দিকে হযরত আলী আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তাঁর অভিযোগ, আওয়ামী লীগে প্রার্থীর কর্মীরা গত কয়েক দিন ধরে তাঁকে এলাকায় বের হতে দেয়নি। একই সঙ্গে, নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ারও অভিযোগ তোলেন তিনি।