নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ১৮ বছর
Comments are closedপার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের ১৮ বছর পূর্তি আজ। নানা আয়োজনে পার্বত্য অঞ্চলে দিবসটি পালন করা হচ্ছে। আজ থেকে ১৮ বছর আগে বাংলাদেশ সরকার এবং জনসংহতি সমিতির মধ্যে দীর্ঘ সংলাপের পর স্বাক্ষরিত হয় পার্বত্য চট্টগ্রাম চুক্তি, যা শান্তি চুক্তি নামেই পরিচিত। এই চুক্তির মাধ্যমেই দীর্ঘ ২৪ বছরের সশস্ত্র লড়াই শেষে অস্ত্রসমর্পণ করে শান্তিবাহিনীর প্রায় ২ হাজার গেরিলা। নানা শর্তে আর সুযোগ-সুবিধার আশ্বাসে এই গেরিলারা অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলেও সরকারের বিরুদ্ধে এখন প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। তবে সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে যে চুক্তি বাস্তবায়নে আন্তরিক তারা।