নারায়ণগঞ্জের সাত হত্যা মামলার ৬৭ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন
Comments are closedনারায়ণগঞ্জের আলোচিত সাত হত্যা মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরার কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকালে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে প্রধান আসামী নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামীর উপস্থিতিতে স্বাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়। সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষ্য ১৩ জুন নির্ধারন করেন । এ পযর্ন্ত ১২৭ জন সাক্ষীর মধ্যে ২ বাদীসহ ৬৭ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম সিনিয়র আইনজীবি চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এই মামলায় ৩৫ জন আসামীর মধ্যে ২৩ জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। ১২ জন আসামী এখনো পলাতক রয়েছে।