নাশকতা মামলায় খালেদাসহ ৮০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
Comments are closedযাত্রাবাড়ী থানার নাশকতা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ মোট ৮০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে, আদালত অনুপস্থিত থাকায় দলটির নেতা শিমুল বিশ্বসসহ ২৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সকালে এমন নির্দেশনা দেন ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।