না ফেরার দেশে কাজী জাফর আহমেদ
Comments are closedজাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান,প্রবীণ রাজনীতিক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ ইন্তেকাল করেছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পৌনে সাতটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। আগামীকাল দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এর পর বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাজী জাফর আহমদ ১৯৩৯ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এরশাদ সরকারের সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এ ছাড়া তিনি কুমিল্লা-১২ নির্বাচনী এলাকা থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি এরশাদের সঙ্গ ছেড়ে নতুন দল গঠন করেন।