নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া সম্ভব নয়: জ্বালানি প্রতিমন্ত্রী
Comments are closedনিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। একই সঙ্গে রমজানে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি। সকালে বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে এ সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, বিদ্যুতের উৎপাদন বাড়াতে গ্যাস সরবরাহ বাড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।