নির্বাচনী সহিংসতায় এখন পর্যন্ত নিহত এক, আহত শতাধিক
Comments are closedবিগত ধাপগুলোর মত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপেও দেশের বিভিন্ন স্থানে ঘটেছে অনিয়ম, সহিংসতা ও ভোট বর্জনের ঘটনা। নির্বাচনী সহিংসতায় নোয়াখালি, ১ জন নিহত হয়েছেন। এছাড়া, বিভিন্ন এলাকায়, গুলিবিদ্ধ হয়েছেন আরও অনেকে। স্থগিত করা হয়েছে বেশ কয়েকটি কেন্দ্রের ভোট।
৫ম ধাপের নির্বাচনী সহিংসতায় আহতদের অনেকেই ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছেন। কুমিল্লা, নরসিংদী, নারায়ণগঞ্জ, নড়াইল থেকে মোট ১২জন আহত অবস্থায় ভর্তি হলেও ৪জনের অবস্থা গুরুতর বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। কুমিল্লা থেকে নির্বাচনী সহিংসতায় আহত কয়েকজন বলছিলেন, শ’খানেক লোকজন দেশি-বিদেশি অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়।