নিয়ম মেনেই গুলি করেছে বিজিবি : ডিজি
Comments are closedইউনিয়ন পরিষদ নির্বাচনে টেকনাফ এবং পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিস্থিতি অনুকূলে না থাকায় বিজিবি গুলি ছুড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। সকালে বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এসময়, গুলিতে যারা নিহত হয়েছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করে, এ হতাহতের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন বিজিবি মহাপরিচালক ।এদিকে, নির্বাচন পরবর্তী সহিংসতায় ঘটনায় অজ্ঞাতপরিচয় উল্লেখ করে ১৩০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।