নূর হোসেনকে বাংলাদেশে পাঠানোর নির্দেশ
Comments are closedনারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গের একটি আদালত। উত্তর চব্বিশ পরগণার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সন্দীপ চক্রবর্তী আগামী ৬০ দিনের মধ্যে তা কার্যকর করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে, তার বিরুদ্ধে ভারত সরকারের করা অবৈধ অনুপ্রবেশের মামলা তুলে নেওয়ার আবেদন মঞ্জুর করা হয়। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের মরদেহ পাওয়া যায়।