নেপালে সংবিধান নিয়ে সংঘর্ষে নিহত ২০
Comments are closedনেপালে প্রস্তাবিত নতুন সংবিধান নিয়ে পুলিশের সাঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ২০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে আন্তত ১৭জন পুলিশ সদস্য রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোমবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলে কারফিউ জারিসহ বিপুল সংখ্যক সেনা ও পুলিশ মোতায়েন করেছে সরকার। নেপালে নতুন যে সংবিধান হয়েছে তাতে থারু সম্প্রদায় বৈষম্যের শিকার হবে বলে মনে করে সম্প্রদায়টির লোকজন। তাই এর বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে ওই সম্প্রদায়ের মানুষ।