নেসলের বিরুদ্ধে ভারত সরকারের মামলা
Comments are closedম্যাগি নুডুলস তৈরিতে মাত্রাতিরিক্ত সীসা ব্যবহার করায় বহুজাতিক কোম্পানি নেসলের বিরুদ্ধে ১০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেছে ভারত সরকার। দেশটির এক সরকারি কর্মকর্তা জানান,ভোক্তা অধিকার রক্ষা করতে তারা এ মামলাটি করেছেন। তবে কোম্পানিটি তাদের নুডুলসে ক্ষতিকার কোন উপাদান নেই বলে দাবি করে আসছে। যদিও নুডুলসে সীসা ব্যবহার নিয়ে ওঠা বিতর্কের কারণে গেল জুনে ভারতের বাজার থেকে ম্যাগি নুডুলস প্রত্যাহার করে নেয় কোম্পানিটি।