ন্যাটো ও যুক্তরাষ্ট্রকে পাশে পাচ্ছে তুরস্ক
Comments are closedনিজেদের আকাশ সীমায় রুশ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার পর ন্যাটো-কে নিজেদের পাশে পেয়েছে তুরস্ক। পাশাপাশি যুক্তরাষ্ট্রও রুশ বিমান ভূপাতিত করার বিষয়টিকে সমর্থন দিচ্ছে। তুরস্কের আহ্বানে গতরাতে জরুরী বৈঠক শেষে ন্যাটের পক্ষ থেকে আরও জানানো হয়, তুরস্কের আত্মরক্ষার দাবী সমর্থনযোগ্য। সেই সঙ্গে এ ঘটনায় তুরস্ক ন্যাটো-কে পাশে পাবে বলে জানায় সংস্থাটি। এছাড়া, পরিস্থিতি আরও ঘোলা না করতে দুদেশের প্রতি আহ্বানও জানিয়েছে যুক্তরাষ্ট্রও। তবে রাশিয়া বলছে, তাদের বিমানটি তুর্কী আকাশসীমায় ঢোকেনি, আর তুরস্কও কোন সতর্কবার্তা দেয়নি। এই হামলার জন্য তুরস্ককে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।