পথ শিশুদের জন্য হচ্ছে ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট
Comments are closedপথ শিশুদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয়ার উদ্যোগ নিবে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে একথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। শিশুদের ইংরেজীতে দ্ক্ষতা বাড়ানোর লক্ষে অনুষ্ঠানে প্লে, লার্ন, অ্যাক্ট নামে একটি প্রকল্পের উদ্বোধন করেন গভর্নর। ব্রিটিশ কাউন্সিল এবং এইচএসবিসি ব্যাংক এই প্রকল্পের অর্থায়ন করছে। বর্তমানে ২০টি স্কুলে এই প্রকল্প চালু রয়েছে, যা পরবর্তীতে অন্যান্য স্কুলে বাড়ানো হবে বলে জানান আয়োজকরা। বলছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।