পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সবার সহযোগিতা চাইলেন দুই সিটি মেয়র
Comments are closedঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চাইলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নর্থ সাউথ ইউনিভার্সিটির পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে মেয়র বলেন, প্রত্যেক নাগরিককে এক একজন আলোকবর্তিকা হয়ে কাজ করতে হবে।একই অনুষ্ঠানে চলতি মাসের মধ্যেই দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে মোট ৫ হাজার ৭ শত নতুন ডাস্টবিন নির্মাণ করা হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন।