পর্যটন শিল্পের বিকাশে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
Comments are closedবিদেশি পর্যটকদের আকর্ষণ করতে সব ধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুদ্ধিষ্ট পর্যটন সার্কিট উন্নয়ন বিষয়ক সম্মেলনের উদ্বোধনের সময় তিনি একথা বলেন। এসময় বাংলাদেশকে অফুরন্ত পর্যটন সম্ভাবনার দেশ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, বিদেশিদের জন্য পর্যটনকে আরও সহজ করতে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে ৬০টি দেশের নাগরিকরা পাবেন তাৎক্ষণিক ভিসা। এছাড়া, এই অঞ্চলে বৌদ্ধ সংস্কৃতির ইতিহাস আড়াই হাজার বছরের। নওগাঁ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম এবং ঢাকাতেও ছড়িয়ে ছিটিয়ে আছে বৌদ্ধ ধর্মের বহু প্রাচীন নিদর্শন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের কাছে বাংলাদেশ তুলে ধরতে চায় বলে জানান প্রধানমন্ত্রী।