পশ্চিমবঙ্গ বিধানসভার শেষ দফার ভোটগ্রহণ সম্পন্ন
Comments are closedপশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ষষ্ঠ ও শেষ দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোচবিহার ও পূর্ব মেদেনীপুর জেলার ২৫ আসনে সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়। এবারই প্রথমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন বিলুপ্ত হওয়া ছিটমহলের বাসিন্দারা। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ভোটকেন্দ্রে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত পাঁচ দফায় ২শ ৬৯ আসনের ভোট হয়েছে। ষষ্ঠধাপের ভোটগ্রহণের পর আগামী ১৯ মে প্রকাশ করা হবে ফলাফল।