পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতে আগামীকাল থেকে অভিযান
Comments are closedপণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ যথাযথভাবে প্রয়োগ ও বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল থেকে সারাদেশে সাঁড়াশি অভিযান পরিচালিত হবে। সকালে সচিবালয়ে পণ্যের পাটজাত মোড়ক ব্যবহার আইন ২০১০ সুষ্ঠু বাস্তবায়নে দেশব্যাপী সাড়াশি অভিযান উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জনাব মির্জা আজম এসব কথা জানান। সড়ক, মহাসড়ক, চাল উৎপাদনকারী এলাকাসহ ঢাকার প্রবেশমুখ ও সারাদেশে এ অভিযান চলবে সপ্তাহব্যাপী। আইন অনুযায়ী ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি- এ ছয়টি পণ্যের মোড়কীকরণে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।