পানামা পেপারস কেলেঙ্কারি, আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ
Comments are closedপানামা পেপারস কেলেঙ্কারিতে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে পদত্যাগ করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমন্ডুর ডেভিড গুনলাগসন। কর ফাঁকি ও অর্থপাচারকারী বিশ্বনেতাদের তালিকায় তার নাম থাকায় দেশটিতে বিতর্কের মুখে পদত্যাগ করেন তিনি। তবে,পদত্যাগের আগে পার্লামেন্ট ভেঙে দিতে দেশের প্রেসিডেন্ট ওলাফুর র্যাগনার গ্রিমসনের প্রতি আহ্বান জানান গুনলাগসন। এছাড়া, অর্থ পাচারের তালিকায় নাম থাকা ধনশালী ৮শ ব্যক্তির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। তদন্ত শুরু হয়েছে কেলেঙ্কারিতে নাম আসা ফ্রান্স,নেদারল্যান্ডস ও পানামার নাগরিকদের বিরুদ্ধে। এদিকে,পানামা পেপারস নাম থাকার বিষয়ে অবশেষে মুখ খুলেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,তাঁর নামের অপব্যবহার করা হয়েছে। বিবৃতিতে,তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টিও অস্বীকার করেন তিনি। এর আগে, অমিতামের পুত্রবধু ঐশ্বরিয়া রায় বচ্চনও তার বিষয়ে আনা অভিযোগের বিষয়টি অস্বীকার করেন।