পানামা পেপারস কেলেঙ্কারিতেও আইসল্যান্ডর নতুন প্রধানমন্ত্রী
Comments are closedপানামা পেপারস ফাঁসের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে আইসল্যান্ড এর নতুন প্রধানমন্ত্রীর সিগুড়দুর ইন্গি জোহানসনের নাম। ল’ ফার্ম মোসাক ফনসেকা বলছে, এমপি হওয়ার আগে থেকেই তিনি ও তার স্ত্রীর মালিকানাধীন একটি ফার্ম ছিলো, যার কথা তিনি কোথাও উল্লেখ করেননি। এছাড়াও লক্ষ লক্ষ ডলারের কর ফাঁকি দেয়ার অভিযোগও রয়েছে সদ্য প্রধানমন্ত্রী হওয়া সিগুড়দুরের বিরুদ্ধে। তবে, এ সব অভিযোগ অস্বীকার করেছেন আইসল্যান্ড এর নতুন প্রধানমন্ত্রী।