পাবনায় ধর্মযাজক হত্যাচেষ্টার অভিযোগে ৫ জেএমবি আটক
Comments are closedপাবনার ঈশ্বরদী উপজেলায় ধর্মযাজক লুক সরকারকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে জেএমবির আঞ্চলিক কমান্ডারসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে মাধ্যমে একথা জানান পাবনার পুলিশ সুপার আলমগীর কবির। বলেন, ঢাকা, পাবনা ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বইসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা লুক সরকারকে হত্যা চেষ্টা চালানোর কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।