পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবস্থান ধর্মঘট পালন
Comments are closedতিন ঘণ্টা ক্লাস নেওয়া বন্ধ রেখে অবস্থান ধর্মঘট পালন করলেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা এবং প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন স্কেল পুনঃর্নির্ধারনের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের ডাকে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই কর্মসূচি চলে। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।