পারমাণবিক অস্ত্র ব্যবহারে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ উত্তর কোরিয়ার
Comments are closedযেকোন সময় পারমাণবিক অস্ত্র ব্যবহারে উত্তর কোরিয়া সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং-উন। নিজেদের সার্বভৌমত্ব ও বাঁচার অধিকার রক্ষায় পারমাণবিক সক্ষমতা বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেন কিম জং-উন। সাম্প্রতিক পারমাণবিক পরীক্ষা ও ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে পরও দেশটির নেতার কাছ থেকে এমন বক্তব্য এল। এর আগে, গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টার ব্যবধানে ৬টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। তবে, দেশটির এমন অবস্থানকে উসকানিমূলক পদক্ষেপ আখ্যায়িত করে তা থেকে সরে আসার আহবান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।