পারমাণবিক বোমামুক্ত বিশ্ব গড়ার আহবান
Comments are closedনানা আয়োজনের মধ্য দিয়ে জাপানে স্মরণ করা হচ্ছে হিরোশিমা পারমাণবিক বোমা হামলায় নিহতদের। হিরোশিমা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার আহবান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে। হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে রাষ্ট্রীয় স্মরণ অনুষ্ঠানে অংশ নেন সিনজো আবেসহ হাজারো মানুষ। ছিলেন জাপানে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতসহ বিদেশি প্রতিনিধিরা। ১৯৪৫ সালের ৬ই আগস্ট বি-টুয়েন্টি নাইন বোমারু বিমান থেকে জাপানের হিরোশিমা শহরে লিটল বয় নামের ভয়াবহ আণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। নিহত হয় এক লাখ ৪০ হাজার মানুষ। হামলার পরে তেজস্ক্রিয়তায় অনেক শিশু বিকলাঙ্গ হয়ে জন্ম নেয়।