পারমাণবিক বোমা হামলার চেষ্টা চালাচ্ছে সন্ত্রাসীরা: ওবামা
Comments are closedযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, অস্বীকার করার উপায় নেই যে, বিশ্বে ত্রাস সৃষ্টি করতে পারমাণবিক বোমা হামলার চেষ্টা চালাচ্ছে সন্ত্রাসীরা । এ ধরণের সন্ত্রাসী কর্মকান্ড ঠেকাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পরমাণু নিরাপত্তাবিষয়ক শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শীর্ষ এ সামিটে অংশ নেয়া ৫০টিরও বেশি দেশের নেতারা। একই সঙ্গে সম্মেলনে রাশিয়ার যোগ না দেওয়া নিয়েও অস্বস্তি প্রকাশ করেন তারা। এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে সফর বাতিল করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও লাহোরে বোমা হামলার কথা উল্লেখ করে সামিটে যোগ দেন নি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।