পারমানবিক অস্ত্র ব্যবহার হ্রাসের ক্ষেত্রে কাজ করবে উত্তর কোরিয়া
Comments are closedউত্তর কোরিয়ার সার্বভৌমত্বের ওপর আঘাত আসার আগ পর্যন্ত কোন ধরনের পারমানবিক অস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উন। দেশটির ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির কংগ্রেসে এ কথা বলেন তিনি। এসময় দক্ষিণ কোরিয়ার সঙ্গে নিজেদের সম্পর্ক উন্নয়নে আগ্রহের কথা জানান এই নেতা। একই সঙ্গে তিনি বলেন, উত্তর কোরিয়া বিশ্বে পারমানবিক অস্ত্র ব্যবহার হ্রাসের ক্ষেত্রে কাজ করবে। এর আগে, দেশটি গেল কয়েক বছর ধরে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ওপর পারমানবিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়ে আসছিল।