পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৫ কি:মি দুরে ঘুর্ণিঝড় রোয়ানু
Comments are closedবঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রোয়ানু বাংলাদেশ উপকূলের দিকে আরও এগিয়ে এসেছে, পৌঁছে গেছে পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৫ কিলোমিটারের মধ্যে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দুপুরের পর রোয়ানু চট্টগ্রামের কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।
এরিমধ্যে চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলার ও নৌকা ফিরেছে নিরাপদ আশ্রয়ে। দেশের সব এলাকায় যাত্রীবাহী লঞ্চ চলাচল আপাতত বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। ছুটি বাতিল করা হয়েছে, উপকূলীয় জেলাগুলোর সব সরকারি কর্মকর্তা-কর্মচারির। এদিকে উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন দুর্যোগ সচিব।