পুঁজিবাজার পুনর্গঠনে আর্থিক সহায়তা দেবে-এডিবি
Comments are closedপুঁজিবাজারের অস্থিরতা দুরকরণ ও পূর্ণগঠনে প্রায় ২ হাজার কোটি টাকা সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক -এডিবি। গতকাল এনইসি-২ সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমদ এবং এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডাইরেক্টর কাজু হিকো হিগুচি চুক্তিতে সাক্ষর করেন। এসময় এডিবির কান্ট্রি ডাইরেক্টর বলেন, বর্তমানে দেশের পুঁজিবাজারে বেসরকারি বিনিয়োগ বেড়েছে। তাই, বিনিয়োগকারীদের উৎসাহী করতে পুঁজিবাজারের উন্নয়ন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।