পুলিশের বিশেষ অভিযান: আটক দুই শতাধিক
Comments are closedদেশের কয়েকটি জেলায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ প্রায় দুই শতাধিক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে, ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান রমজানসহ ৫৮ আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া, নড়াইল থেকে ৪২ জন ,সাতক্ষীরা থেকে ২৯ জন, মেহেরপুর থেকে ৩৮ জন এবং গাইবান্ধা থেকে ২৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছেও বলে জানায় পুলিশ।