পেরুর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা
Comments are closedনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন পেরুর প্রেসিডেন্ট ওলান্তা হুমালা। আগামী বছরের ১০ এপ্রিল নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে গতকাল জানান ষোষণা দেন তিনি। নির্বাচনে ভোটের মাধ্যমে তার উত্তরসূরী, একজন নতুন ভাইস প্রেসিডেন্ট ও কংগ্রেস সদস্যদের বেছে নেবেন পেরুর নাগরিকরা। এখন পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির মেয়ে কিকো ফুজিমোরি ও সাবেক প্রেসিডেন্ট অ্যালান গ্রার্সিয়া প্রেসিডেন্ট হবার দৌঁড়ে রয়েছেন। আলবার্তো ১৯৯০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট ছিলেন।