পৌর নির্বাচন ত্রুটি নিয়ে হাইকোর্টে রিট : শুনানি মঙ্গলবার
Comments are closedসংশোধিত পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ ও পৌর নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট জুলফিকার আলীর পক্ষে রিট আবেদনটি করেন ব্যারিস্টার এহসানুর রহমান। ব্যারিস্টার এহসানুর রহমান জানান, রিটে নির্বাচনী তফসিলে ত্রুটি থাকাকে ‘কেন অবৈধ ঘোষণা করা হবে না’ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। এছাড়া বিধিমালায় থাকা ত্রুটি সংশোধন না করা পর্যন্ত নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।