পৌর নির্বাচনে নিজ দলের পক্ষে প্রত্যয়নকারীদের নাম জমা
Comments are closedনির্বাচন কমিশনে পৌরসভা নির্বাচনে দলের মনোনয়ন ফরমে প্রত্যয়নকারীর নাম জমা দিয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে দলের মনোনয়ন ফরমে প্রত্যয়নকারীর নাম লেখা চিঠিটি পৌঁছে দেন এই তিনটি দলের প্রতিনিধিরা। আওয়ামী লীগের পক্ষে চিঠি জমা দেন নির্বাচন সমন্বয় ও পরিচালনা কমিটির সদস্য রিয়াজুল করিম কাওসার। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরমে প্রত্যয়নকারীর দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। বিএনপি’র পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দলটির প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। তিনি জানান, দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান প্রত্যয়নকারী হিসেবে স্বাক্ষর করবেন।