প্যারিসের আইফেল টাওয়ারে হামলার হুমকি দিয়েছে আইএস
Comments are closedপ্যারিসের আইফেল টাওয়ারে হামলা চালানোর হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আইএস। এবার তারা হুমকি দিয়েছে আইফেল টাওয়ার উড়িয়ে দেয়ার। স্থানীয় সময় বুধবার আইএস এর পাঠানো একটি ভিডিও-তে ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদকে হুমকি দিয়ে আবারো তোমার দেশেই ফিরছি বলে হুমকি দেয় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনটির ফরাসিভাষী সদস্যরা । শুধু তাই নয়, হুমকি দেয়ার পাশাপাশি একটি ভিডিও’ও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আইফেল টাওয়ারকে ধ্বংস করে দেয়া হচ্ছে। হুড়মুড় করে ভেঙে পড়ছে ফ্রান্সের গৌরবের এই প্রতীকটি।