প্যারিস হামলার মূল সন্দেহভাজনকারীকেই ছেড়ে দেয়ার অভিযোগ
Comments are closedফ্রান্সের রাজধানী প্যারিসে গুলিবর্ষণ ও বোমা হামলার জন্য যে ব্যক্তিটিকে ঘিরে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছিল; তাকে সীমান্তে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে। অভিযোগ উঠেছে, বেলজিয়াম সীমান্তে জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার পর ২৬ বছর বয়সী আবদেস সালাম নামে ওই ব্যক্তিকে ছেড়ে দেয় পুলিশ। যে তিনভাইকে ওই হামলার জন্য সরাসরি যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে তাদের মধ্যে একজন- আবদেস সালাম। তবে তাকে ধরতে এখন গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। এছাড়া শুক্রবার রাতে ওই হামলার ঘটনায় সন্দেহভাজন একজন বাতাক্লান কনসার্ট হলে প্রাণ হারিয়েছেন এবং আরেকজন বেলজিয়ামে আটক হয়েছেন।