প্রকাশক হত্যা ও হত্যাচেষ্টা: দুই মামলা ডিবিতে হস্তান্তর
Comments are closedজাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলা ও লালমাটিয়ায় শুদ্ধস্বরের প্রকাশক টুটুল হত্যা চেষ্টা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়ার উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম। শনিবার দুপুরে লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর প্রকাশক টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এর চার ঘন্টা পরেই শাহবাগ আজিজ মার্কেটে জাগৃতির অফিসে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়।