প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
Comments are closedপ্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নয়নে আওয়ামী লীগ সরকার সবসময় কাজ করে চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাটের দহগ্রাম-আঙ্গরপোতায় থ্রিজি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ সব ধরনের তথ্য প্রযুক্তির ব্যবহার জানে যা অনেক উন্নত দেশ থেকে এগিয়ে। আর এর ব্যবহার ব্যাপকভাবে বাড়লে সামাজিক উন্নয়নের গতি আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।