প্রধানমন্ত্রীর সম্মতিতেই শ্যামল কান্তিকে স্বপদে বহাল করা হয়েছে:সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
Comments are closedসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষক শ্যামল কান্তি লাঞ্ছনার ঘটনা নিয়ে সরকার নির্বিকার ভূমিকা পালন করছে না। বরং প্রধানমন্ত্রীর সম্মতিতেই , ওই শিক্ষককে স্বপদে বহাল করা হয়েছে। আদলতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। সকালে নারায়ণগঞ্জের সোনারগাওয়ে বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।